এ নিয়ে টানা তিনি মৌসুম আয়াক্সের বর্ষসেরা পুরস্কার ‘রিনাস মাইকেল ট্রফি’ জিতেছেন মরোক্কায়ান উইঙ্গার। করোনা ভাইরাসের কারণে নেদারল্যান্ডসের শীর্ষ ফুটবল লিগ ডাচ ইরেদিভিসির ২০১৯-২০ মৌসুম চ্যাম্পিয়ন দল ঘোষণা ছাড়াই বাতিল হয়ে গেছে।
আয়াক্সের নতুন সোনালি প্রজন্মের তারকারা একে একে চলে গেছে বার্সেলোনা-জুভেন্টাসের মতো ক্লাবে। ২০১৮/১৯ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে ফ্রাঙ্কি ডি ইয়ং, মাথ্যিস ডি লিট, হাকিম জিয়াচ, ডোনি ফন ডি বেক’রা রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো ইউরোপ পরাশক্তির ক্লাবকে হারিয়ে আয়াক্সকে নিয়ে গিয়েছিল সেমিফাইনালে মঞ্চে।
ফাইনালে ওঠার লড়াইয়ে নাটকীয়ভাবে তারা হেরে যায় টটেনহামের বিপক্ষে। এরপরই আয়াক্সের তরুণ সোনালি প্রজন্মের দিকে হাত বাড়ায় ইউরোপের ধনী ক্লাবগুলো। ২০১৯-২০ মৌসুমের শুরুতে বড় অঙ্কের অর্থ খরচ করে ডি ইয়ংকে ক্যাম্প ন্যুয়ে নিয়ে আসে বার্সা। ডি লিটকে কিনে নেয় জুভেন্টাস।
ডোনি বেককে নিয়ে আলোচনা চললে ২৩ বছর বয়সী মিডফিল্ডার এখনও আমস্টারডাম ছাড়েননি। তবে হাকিম জিয়াচ জুলাইয়ে যোগ দেবেন স্টামফোর্ড ব্রিজে। গত ফেব্রুয়ারিতে ৩৭.৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ব্লুজদের সঙ্গে চুক্তি করেন তিনি।
হাকিম নেদারল্যান্ডের যুব দলে খেললেও জাতীয় দল হিসেবে বেছে নিয়েছেন মরক্কোকে। আয়াক্সের জার্সিতে সব প্রতিযোগিতা মিলে ১৬৫ ম্যাচে ১৩০ গোল করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মে ১৬, ২০২০
ইউবি