স্প্যানিশ লা লিগার মতোই ইংলিশ প্রিমিয়ার লিগও দ্রুতই ফেরার রাস্তা তৈরি করছে। এজন্য সোমবার (১৭ মে) প্রিমিয়ার লিগের ২০টি ক্লাব এক ভিডিও কনফারেন্সে মিলিত হয়।
ক্লাবগুলোর বৈঠকে সিদ্ধান্ত হয়, মঙ্গলবার (১৮ মে) থেকে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে খেলোয়াড়দের অনুশীলনের ব্যবস্থা করতে হবে। করোনার কারণে গত ৯ মার্চ থেকে বন্ধ হয়ে যাওয়া প্রিমিয়ার লিগের ফেরার ক্ষেত্রে এটাই প্রথম বড় কোনো পদক্ষেপ।
অনুশীলনে ফিরলেও খেলোয়াড়দের স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে প্রিমিয়ার লিগ। এছাড়া অন্যান্য বিষয়ে খেলোয়াড়, কোচ এবং ক্লাব কর্মকর্তাদের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে বলে জানা গেছে।
প্রিমিয়ার লিগের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সিদ্ধান্তটি খেলোয়াড়, কোচ, লিগের ক্লাবগুলোর চিকিৎসক, স্বাধীন বিশেষজ্ঞ এবং সরকারের সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, মে ১৮, ২০২০
এমএইচএম