ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

১১ জুন থেকে শুরু মেসিদের লা লিগা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, মে ২৯, ২০২০
১১ জুন থেকে শুরু মেসিদের লা লিগা মেসি ও রামোস

স্থগিত থাকা লা লিগার চলতি মৌসুম পুনরায় শুরু হবে ১১ জুন এবং পরের মৌসুম শুরু হবে ১২ সেপ্টেম্বর। এমনটাই জানিয়েছেন লিগের প্রেসিডেন্ট হাভিয়ের তেভাস। 

গত সোমবার (২৫ মে) তেবাস জানান, সেভিয়া বনাম রিয়াল বেতিসের মধ্যকার এক ‘ক্লোজড ডোর’ ডার্বি ম্যাচ দিয়ে পুনরায় শুরু হতে পারে লা লিগার অভিযান।  

তিনি স্প্যানিশ গনমাধ্যম মার্কাকে বলেছিলেন, ‘আমরা প্রস্তুত এবং লিগ শেষ করার দিনটি গুরুত্বপূর্ণ বিষয় হবে।

এর আগে গত শনিবার (২৩ মে) দেশের শীর্ষ দুই ফুটবল লিগ ০৮ জুন ফের শুরুর ব্যাপারে অনুমতি দেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।  

শুরুর কথা মাথায় রেখে লা লিগা ক্লাবগুলোর খেলোয়াড়রাও দলীয়ভাবে অনুশীলন শুরু করে ১০ সপ্তাহ পর।  

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে গত ১২ মার্চ স্থগিত হয়ে যায় ২০১৯/২০ মৌসুমের লা লিগা। স্থগিত হওয়ার আগে পয়েন্ট তালিকায় রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে শীর্ষে ছিল বার্সেলোনা। দু’দলের ম্যাচ বাকি আছে আরও ১১টি করে।

ইতোমধ্য পুরোদমে শুরু হয়ে গেছে জার্মান বুন্দেসলিগা। ১৭ জুন শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগও এবং ২০ জুন থেকে শুরুর অনুমতি পেয়েছে ইতালিয়ান সিরি’আ।

বাংলাদেশ সময়: ১৮৫২ মে ২৯, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।