ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

লেভার নৈপুণ্যে আবারও বায়ার্নের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, মে ৩১, ২০২০
লেভার নৈপুণ্যে আবারও বায়ার্নের গোল উৎসব লেভার গোল উদযাপন। ছবি: সংগৃহীত

চলতি মৌসুমের প্রথম দেখায় ফরচুনা ডুসেলডর্ফকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বায়ার্ন মিউনিখ। এবার নিজেদের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায়ও গোল উৎসব সেরেছে বাভারিয়ানরা। রবার্ট লেভানডভস্কির জোড়া গোলে ডুসেলডর্ফকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। 

জোড়া গোল করে নিজের রেকর্ড নিজেই ছুঁয়েছেন লেভা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৪৩তম গোলের দেখা পেয়েছেন পোলিশ স্ট্রাইকার।

২০১৬/১৭ মৌসুমে লেভার ব্যক্তিগত সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল এটি।  

এছাড়া ২০১৯/২০ মৌসুমে সব দলের বিপক্ষে গোলের দেখা পাওয়া ৩১ বছর বয়সী স্ট্রাইকার ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে ২৮ গোল নিয়ে ছাড়িয়ে গেলেন সবাইকে। এর আগে ২৭ গোল নিয়ে সবার শীর্ষে ছিলেন সিরি’আ লিগের ক্লাব লাৎসিও’র ইতালিয়ান স্ট্রাইকার চিরো ইম্মোবিল।

বায়ার্ন অবশ্য এবার শুরুতেই সৌভাগ্যের ছোঁয়া পায়। ১৫তম মিনিটেই জোর্গেনসনের আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে ডুসেলডর্ফ। এরপর ২৯ মিনিটে জার্মান জায়ান্টদের ব্যবধান দ্বিগুণ করেন বেঞ্জামিন পাভার। ৪৩ ও ৫০তম মিনিটে লেভার জোড়া গোল এবং ৫২ মিনিটে টিনেজার আলফনসো ডেভিসের গোলে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন।  

এই জয়ে শিরোপা ধরে রাখার মিশনে বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে গেছে বায়ার্ন। চলতি মৌসুমের বুন্দেসলিগার পয়েন্ট টেবিলে ২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে হ্যান্স ফ্লিকের শিষ্যরা। এক ম্যাচ কম খেলা ডর্টমুন্ডের পয়েন্ট ৫৭।  

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মে ৩১, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।