উয়েফা জানায়, ক্লাবটি ফিন্যান্সিয়াল ফেয়ার-প্লের বিধি মোতাবেক নিষেধাজ্ঞা এড়ায়নি এবং পূর্ববর্তী চুক্তি অনুসারে সর্বশেষ অ্যাকাউন্টগুলো লক্ষ্যমাত্রা হারিয়েছিল।
চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগে জায়গা পাওয়া দলগুলোর খেলোয়াড় স্থানান্তর এবং বেতনের আয়-ব্যয় নিরীক্ষণ করে থাকে উয়েফা।
২০১৯/২০ মৌসুমে তুরস্কের সুপার লিগে জেতে ট্রাবজোন্সপর। ২৬ ম্যাচে সমান ৫৩ পয়েন্ট ছিল ইস্তাম্বুল বেসাকসেহিরও। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয় ট্রাবজোন্সপর। কিন্তু ঘরোয়া শিরোপা জিতেও ইউরোপা লিগে সুযোগ পাওয়া ক্লাবটিকে পরের মৌসুমে থাকতে হবে দর্শক হয়ে।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জুন ০৪, ২০২০
ইউবি