বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে শেষ ষোলোর কিছু ম্যাচ বাকি থাকতে স্থগিত হয়ে যায় চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুম। ২০১৯/২০ মৌসুমের ফাইনাল হওয়ার কথা ছিল তুরস্কের ইস্তানবুলে আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে।
এছাড়া গুঞ্জন চলছে, প্রতিযোগিতা শেষ করার জন্য আগস্টে পর্তুগালে হতে পারে কোয়ার্টার-ফাইনালও।
প্রেসিডেন্ট রেবেলো দে সৌসা বলেছেন, ‘আগস্টে আন্তর্জাতিক ফুটবলের ক্ষেত্রে আমরা এখনও সুসংবাদ পেতে পারি। ’
বুধবার (০৩ জুন) একই কারণে স্থগিত থাকা পর্তুগালের শীর্ষ ফুটবল প্রিমেইরা লিগ পুনরায় শুরু হয়েছে। তবে দেশটির প্রেসিডেন্ট আগে থেকে জানিয়ে দিয়েছেন, ক্লাবের সমর্থকদের স্টেডিয়ামে না যাওয়ার জন্য। অর্থাৎ ‘ক্লোজড ডোর’ বা দর্শকবিহীন মাঠে ম্যাচ হবে।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জুন ০৪, ২০২০
ইউবি