ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগে ৫ বদলি খেলোয়াড়ের অনুমোদন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, জুন ৫, ২০২০
ইংলিশ প্রিমিয়ার লিগে ৫ বদলি খেলোয়াড়ের অনুমোদন ম্যানচেস্টার সিটির খেলোয়াড় পরিবর্তন। ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের কারণে একের পর এক নিয়ম পাল্টে যাচ্ছে ক্রীড়া দুনিয়ায়। এবার আরেকটি নতুন নিয়ম চালু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে। এখন থেকে তিনজন নয়, প্রতিটি ম্যাচে পাঁচজন বদলি খেলোয়াড় নামাতে পারবে দলগুলো। এই নতুন নিয়ম চালু হবে চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো থেকে। 

এছাড়া আগে প্রতিটি ম্যাচে ক্লাবগুলোর সাতজন বদলি খেলোয়াড় রাখার নিয়ম ছিল। তবে এখন থেকে নয়জন বদলি খেলোয়াড় রাখা যাবে।

 

মূলত ব্যস্ত সময়সূচিতে খেলোয়াড়দের রক্ষা করতে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষকে এই নতুন নিয়ম চালুর অনুমোদন দিয়েছে ফুটবলের আন্তর্জাতিক আইন প্রণেতারা।  

তিনমাস স্থগিত থাকার পর ১৭ জুন থেকে পুনরায় শুরু হচ্ছে ২০১৯/২০ মৌসুমের প্রিমিয়ার লিগ। তবে বাকি ম্যাচগুলো হবে ‘ক্লোজড ডোর’ বা দর্শকশূন্য স্টেডিয়ামে। করোনার কারণে ১৩ মার্চ থেকে স্থগিত হয়ে যায় প্রিমিয়ার লিগ।  

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জুন ০৫, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।