ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কোপা ইতালিয়ায় জুভ-মিলানের ম্যাচ দিয়ে ফিরছে ইতালির ফুটবল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জুন ৫, ২০২০
কোপা ইতালিয়ায় জুভ-মিলানের ম্যাচ দিয়ে ফিরছে ইতালির ফুটবল জুভেন্টাস-মিলানের ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

২০ জুন পুনরায় শুরু হচ্ছে স্থগিত থাকা সিরি’আ। তার আগে ১২ জুন জুভেন্টাস বনাম এসি মিলানের কোপা ইতালিয়া সেমিফাইনালের দ্বিতীয় লিগ দিয়ে শুরু হচ্ছে ইতালিয়ান ফুটবল। খবরটি নিশ্চিত করেছে দেশটির ক্রীড়া মন্ত্রী ভিসেঞ্জো স্পাদাফোরা। 

গত ফেব্রুয়ারিতে কোপা ইতালিয়ার শেষ চারের প্রথম লেগ হয়। ঘরের মাঠ সান সিরোর সেই ম্যাচে জুভদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মিলান।

একই ভেন্যুতে আরেক ম্যাচে ইন্টার মিলানকে ১-০ ব্যবধানে হারায় নাপোলি।  

১২ জুন জুভেন্টাস-মিলানের দ্বিতীয় লেগের পর ১৩ জুন মাঠে নামবে নাপোলি-ইন্টার। ১৭ জুন হবে ফাইনাল। এর তিনদিন পর শুরু হবে স্থগিত থাকা সিরি’আ।  

আগের সময়সূচিতে কোপা ইতালিয়ার দ্বিতীয় লেগ হওযার কথা ছিল ১৩ ও ১৪ জুন। তবে সিরি’আ কর্তৃপক্ষের অনুরোধে এই প্রতিযোগিতার ম্যাচ একদিন এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।

করোনা ভাইরাসের কারণে গত মার্চে সব ধরনের ফুটবল প্রতিযোগিতা স্থগিত হয়ে যায় ইতালিতে।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জুন ০৫, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।