ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শুরুর ম্যাচেই সুয়ারেসকে পাচ্ছে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জুন ৭, ২০২০
শুরুর ম্যাচেই সুয়ারেসকে পাচ্ছে বার্সা লুইস সুয়ারেস

স্থগিত থাকা লা লিগার চলতি মৌসুম পুনরায় শুরুর আগে সুসংবাদ পেয়েছে বার্সেলোনা। মায়োর্কার বিপক্ষে শুরুর ম্যাচেই কাতালানরা পেতে যাচ্ছে দলের অন্যতম স্কোরার লুইস সুয়ারেসকে। উরুগুইয়ান ফরোয়ার্ডের ফিট হয়ে ওঠার খবরটি নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে বার্সা।

গত জানুয়ারি থেকে মাঠের বাইরে আছেন সুয়ারেস। হাঁটুতে চোট পাওয়ায় ৩৩ বছর বয়সী তারকাকে অস্ত্রোপাচারও করতে হয়েছিল।

সার্জারির প্রায় ১৪৭ দিন পর ক্লাবের মেডিক্যাল দল সবুজ বাতি দেখিয়েছেন সুয়ারেসকে। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠা উরুগুইয়ান ফরোয়ার্ডকে মৌসুমের শেষ পযর্ন্ত পাবে বলে আশা করছে লা লিগা চ্যাম্পিয়নরা।  

চোট পাওয়ার ৪ মাস পর, মে’তে বার্সার অনুশীলনে ফিরেছিলেন সুয়ারেস। তখনই তিনি দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে শেষবারের মতো মাঠে দেখা গিয়েছিল সুয়ারেসকে।

লা লিগা ফের শুরু হচ্ছে ১৩ জুন থেকে। ১৪ জুন মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে বার্সা। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে মধ্য মার্চে স্থগিত হয়ে যায় স্প্যানিশ লা লিগার ২০১৯/২০ মৌসুম।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুন ০৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।