মেসি ও ডি ইয়ং
বার্সেলোনায় নিজের প্রথম মৌসুম কাটাচ্ছেন ফ্রাঙ্কি ডি ইয়ং। যেখানে তিনি সুযো্গ পেয়েছেন লিওনেল মেসির সঙ্গে খেলার। সুযোগটা যে নিজের জন্য কত বড় তা উপলব্দি করছেন আয়াক্সের সাবেক ডাচ মিডফিল্ডার।
ডি ইয়ং জানিয়েছেন, বার্সায় ধারাবাহিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি মেসির কৌশলগত উপদেশ-পরামর্শ নিচ্ছেন।
২০১৯ সালে আয়াক্স ছেড়ে ক্যাম্প ন্যুয়ে আসেন ডি ইয়ং।
ইতোমধ্যে কাতালানদের ভরসার মিডফিল্ডার হয়ে ওঠেছেন তিনি। ২৩ বছর বয়সী এই তরুণ তারকা ব্রিটিশ গণমাধ্যম বিবিসি রেডিওকে জানান, তার উন্নতির পেছনে মেসির পরামর্শ কতটা সাহায্য করছে তাকে।
ডি ইয়ং বলেন, ‘যদি লিওনেল মেসি তোমার সঙ্গে কথা বলেন এবং উপদেশ দেন তবে তা অবশ্যই গ্রহণ করবে। কারণ তিনি বিশ্বের সেরা খেলোয়াড়। তিনি যদি উপদেশ দেন, তবে তা শুনবে। মাঝেমধ্যে তিনি নিচে নেমে বা পাশে গিয়ে খেলতে বলেন, বিষয়গুলো খুব ছোট তবে তা পার্থক্য গড়ে দেয়। ’
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জুন ০৮, ২০২০
ইউবি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।