আগামী মৌসুমে রিয়ালের অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব নিতে যাওয়া আরবেলোয়া রিয়াল মাদ্রিদ টিভিকে বলেন, ‘আমার মনে হয়, মার্কো আসানসিওকে অল্প অল্প সময় দিয়ে আরেকটু যত্ন করা প্রয়োজন। তার পাশাপাশি হ্যাজার্ডের প্রতি আরেকটু সযত্ন থাকতে হবে, যে ফিরেছে এয়ারপ্লেনের মতো।
করোনার কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর ফের শুরু হয়েছে স্প্যানিশ লা লিগার চলতি মৌসুম। চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে থাকলেও শিরোপার স্বপ্ন দেখা লস ব্লাঙ্কোসরা প্রত্যাবর্তন অভিযান শুরু করবে রোববার (১৪ জুন), এইবারের বিপক্ষে।
ম্যাচটিকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলনের পাশাপাশি কৌশল নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন সান্তিয়াগো বার্নাব্যুর প্রধান কোচ জিনেদিন জিদান। সেই ব্যাপারে আরবেলোয়া বলেন, ‘আমি মনে করি, প্রথম ম্যাচে মূল একাদশে অনেক পরিবর্তন হবে না। এরপরই জিদান পরের ম্যাচগুলোতে ৩-৪টি পরিবর্তন আনবেন। নিশ্চিত জিদান মেথড আবার ফিরবে। ’
বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, জুন ১২, ২০২০
ইউবি