ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ম্যানসিটি-রিয়াল, বার্সা-নাপোলি খেলবে লিসবনে!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জুন ১৩, ২০২০
ম্যানসিটি-রিয়াল, বার্সা-নাপোলি খেলবে লিসবনে! লিসবন স্টেডিয়াম

করোনা পরিস্থিতি কাটিয়ে ইউরোপে বিভিন্ন দেশে লিগ শুরু হয়েছে। তবে এই অঞ্চলের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ভবিষ্যৎ সম্পর্কে জানতে ১৭ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু এর আগেই আসরটি কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে ব্যাপক পরিকল্পনা চলছে।

এই টুর্নামেন্টটি ফের আগস্টে শুরু হতে পারে ধারণা করা হচ্ছে। কিন্তু যেহেতু অনান্য লিগগুলো শুরু হচ্ছে, তাই সেগুলোর সঙ্গেও সমন্বয় করতে হবে।

এদিকে চ্যাম্পিয়নস লিগ পুরো ইউরোপ জুড়ে খেলা হওয়ার ফলে এটা শুরুটা নিয়ে নতুন করেই চিন্তা করতে হচ্ছে। কেননা ইউরোপের সব দেশের পরিস্থিতি সমান না। তাই এমনও হতে পারে একটি মাঠেই কয়েকটি পর্ব খেলা হবে। ভাবা হচ্ছে পর্তুগালের লিসবনে আসরটির শেষ আটের সব ম্যাচ আয়োজন হবে। কেননা ইতালি, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেনের তুলনায় পর্তুগালের অবস্থা ভালো।

তবে শুধু শেষ আটের ম্যাচই নয়, জার্মান পত্রিকা বিল্ড জানিয়েছে, অসম্পূর্ণ শেষ ষোলোর ম্যাচগুলোও এই শহরেই অনুষ্ঠিত হবে।  ফলে ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ (২-১ অগ্রগামিতায় প্রথম লেগ), বার্সেলোনা-নাপোলি (১-১), বায়ার্ন মিউনিখ-চেলসি (৩-০) ও জুভেন্টাস-লিঁও (০-১) দ্বিতীয় লেগের ম্যাচগুলো এখানে হতে পারে।

বিল্ড অবশ্য জানিয়েছে এ তালিকায় ফ্রাঙ্কফুটকে প্রথমে রাখা হলেও শহরটি বাদ পড়েছে। এছাড়া মাদ্রিদও নজরে আছে। তবে ১৭ জুনই প্রকৃত সত্য জানা যাবে।

এই লিসবন ২০১৪ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল আয়োজন করেছিল। যেখানে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুন ১৩, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।