শনিবার (জুন ১৩) বাফুফে'র এক ই-মেইল বার্তায় ফুটবলারদের উপদেশ দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সালাউদ্দিন।
বার্তার প্রথমেই সালাউদ্দিন বলেন, ‘আজকে আমি কাজী মো. সালাহউদ্দিন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে নয়, আমি একজন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, আবাহনী ও মোহামেডানের খেলোয়াড়, আবাহনীর অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও জাতীয় ফুটবল দলের প্রশিক্ষক হিসেবে কথাগুলো বলছি।
এরপর খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সালাউদ্দিন বলেন ‘আমার একটা ছোট উপদেশ থাকবে বাংলাদেশের তরুণ এবং জাতীয় দলের খেলোয়াড়দের কাছে। করোনা ভাইরাসের কারণে আজ ২/৩ মাস যাবত ফুটবল খেলা বন্ধ আছে। আমার উপদেশ থাকবে তাদের কাছে, ভোর বেলা যখন জনগণের চলাচল কম থাকে, বিশেষ করে ভোর ৬টার দিকে, প্রতিদিন ১০ হতে ১২ মাইল জগিং করে তারপর ফিজিক্যাল এক্সারসাইজ, জিম ও ছোট জায়গায় নিজেই ফুটবল অনুশীলন যেন করে। ’
নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘৩ মাস ৪ মাস হয়ে গেছে তোমরা ফুটবল খেলছো না, এতে তোমাদের কোয়ালিটি অনেক নেমে যাবে। আমি আমার নিজের জীবন থেকে বলছি, যখন বড় হচ্ছিলাম ১৯৬৯/৭০ সালের দিকে, তখন দেশে অনেক হরতাল/কারফিউ হতো, তখন আমি আমার বাড়ির পেছনে লনে প্রায় ৩/৪ ঘণ্টা অনুশীলন করতাম। পরবর্তীতে যখন ফুটবল খেলা শুরু হলো, তখন আমার মনে হয়নি আমি খেলার বাইরে ছিলাম। এই উপদেশটা আমি ইয়ং এবং সিনিয়র খেলোয়াড়দের দিচ্ছি। ’
ফুটবল ক্যারিয়ার ধরে রাখার তাগিদ দিয়ে সালাউদ্দিন বলেন, ‘(ফুটবল) লিগ তো শুরু হবে আজ, না হয় কাল, না হয় দুদিন পরে। ফুটবল ক্যারিয়ার কিন্তু অনেক শর্ট। আপনি যেন আপনার ক্যারিয়ারটি ধরে রাখতে পারেন, ফুটবল খেলে সবাইকে পরিচিতি দিতে পারেন। সবাই ভালো থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন। ধন্যবাদ। ’
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জুন ১৩, ২০২০
আরএআর/এমএইচএম