বায়ার্ন তাদের পরের ম্যাচ খেলবে ওয়ের্ডার ব্রেমেনের মাঠে, ১৬ মার্চ দিবাগত রাতে। ওয়ের্ডারকে হারাতে পারলেই মৌসুমের ৪ ম্যাচ হাতে রেখেই শিরোপার উল্লাসে মেতে ওঠবে হ্যান্স ফ্লিকের শিষ্যরা।
নিজেদের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় বরুশিয়া মনশেডগ্লাডবাচের বিপক্ষে পয়েন্ট হারালে অবশ্য শিরোপা উদযাপনের দিনটা আরেকটু পিছিয়ে যেতো। অতিথিরা বাভারিয়ানদের সেই পথেই নিয়ে যাচ্ছিল। তবে ম্যাচের শেষ মুহূর্তে লিও গোরেৎজার গোলে ৩ পয়েন্ট আদায় করে ফ্লিকের দল। ৮৬তম মিনিটে বেঞ্জামিন পাভারের পাস থেকে মনশেডগ্লাডবাখের জালে বল জড়িয়ে দেন ২৫ বছর বয়সী এই জার্মান মিডফিল্ডার।
তার আগে দু’দলের গোল ব্যবধান ছিল ১-১। ২৬তম মিনিটে জশুয়া জিরকিজের গোল থেকে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে পাভারের আত্মঘাতি গোলের সুবাদে ৩৭তম মিনিটে সমতায় ফিরে মনশেডগ্লাডবাচ। ফরাসি ডিফেন্ডার তার সেই ভুলের দুঃখ ভুলেন শেষ মুহূর্তে গোরেৎজাকে দিয়ে গোল করিয়ে।
এই জয়ে ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে বায়ার্ন। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড। তিনে থাকা লিপজিগের পয়েন্ট ৬৬। ৫৬ পয়েন্ট নিযে চারে মনশেডগ্লাডবাচ।
বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জুন ১৪, ২০২০
ইউবি