গোল করার পথে অর্লান্দ
মূল একাদশে ছিলেন না আর্লিং ব্রট অর্লান্দ। তবে যখন প্রয়োজন হলো তখনই দলকে জয় এনে দিলেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড। ম্যাচের ৬১তম মিনিটে অ্যাক্সেল উইটেসেলের পরিবর্তে মাঠে নামেন এই নরওয়েজিয়ান তারকা। তখনও প্রতিপক্ষের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডের স্কোর গোলশূন্য।
ম্যাচ রেফারি যখন তার শেষ বাঁশি বাজানোর প্রস্তুতি নিচ্ছেন তখনই জ্বলে ওঠলেন অর্লান্দ। নির্ধারিত সময়ের যোগ করা পঞ্চম মিনিটে দুর্দান্ত এক হেড থেকে ফরচুনা ডুসেলডর্ফের জালে বল জড়িয়ে দেন তিনি।
অবশেষে ১-০ গোলের জয়ে ৩ পয়েন্ট আদায় করে মাঠ ছাড়ে লুসিয়ান ফাভরের দল। এই নিয়ে বুন্দেসলিগার চলতি মৌসুমে ১২ ম্যাচ খেলে ১১ গোল করলেন অর্লান্দ।
জয় পেলেও অবশ্য চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে ডর্টমুন্ড। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৬৬। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে বায়ার্ন। তিনে থাকা লিপজিগের পয়েন্ট ৬৬। ৫৬ পয়েন্ট নিযে চারে মনশেডগ্লাডবাচ।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুন ১৪, ২০২০
ইউবি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।