ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

করোনায় ইরাকের কিংবদন্তি ফুটবলারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জুন ২১, ২০২০
করোনায় ইরাকের কিংবদন্তি ফুটবলারের মৃত্যু আহমেদ রাধি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ইরাকের কিংবদন্তি ফুটবলার আহমেদ রাধি। রোববার (২১ জুন) জর্ডানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা আগে মারা যান সাবেক এই স্ট্রাইকার।

৫৬ বছর বয়সী রাধির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর এই কিংবদন্তি স্ট্রাইকারকে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি করা হয়।

তবে অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার (১৮ জুন) হাসপাতাল ত্যাগ করেন তিনি। পরে আবারও অসুস্থবোধ করলে তাকে শনিবার (২০ জুন) পুনরায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতেও লাভ হয়নি। রোববার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।  

আহমেদ রাধির আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ১৯৮২ সালে। ১৯৯৭ সাল পযর্ন্ত খেলে ১২১ ম্যাচে ৬২ গোল করেছেন তিনি। ১৯৮৬ বিশ্বকাপে পুরো টুর্নামেন্টে ইরাকের একমাত্র গোলটি করেছিলেন রাধি। বেলজিয়ামের বিপক্ষে সেই ম্যাচে অবশ্য তার দল হেরেছিল ২-১ ব্যবধানে। তিনি ১৯৮৮ সালে বর্ষসেরা এশিয়ান ফুটবলার নির্বাহিত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ২১, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।