রোববার (২১ জুন) বাফুফের টেকনিক্যাল কমিটির এক সভায় এই সকল সিদ্ধান্ত নেওয়া হয়।
ভিডিও কনফারেন্সের এই সভার সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল।
সভা শেষে তাবিথ আউয়াল সাংবাদিকদের বলেন, ‘আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বলেছি, আমাদের কমিটি থেকে পল স্মলির সঙ্গে আবার একটা চুক্তি করার জন্য। এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটিতে পেশ করে পাশ করানো হবে। বাংলাদেশে পুরুষদের জন্য ১২০টি ফুটবল একাডেমি রয়েছে যেগুলো কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের উদ্যোগে চলছে। আমরা সেই একাডেমিগুলোকে চাচ্ছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আওতায় অন্তর্ভুক্ত করে তাদেরকে একটা মূল্যায়ন করতে। যেটার মাধ্যমে তারা উৎসাহ পাবে একাডেমিকে চলমান রাখার জন্য। এছাড়াও আমরা তিন তৃণমূল ফুটবলের জন্য চারটা ক্যাম্প করার পরিকল্পনা করেছি, যেটাতে সবাই অংশ নিতে পারবে। যারা পেশা হিসেবে ফুটবল শিখতে চায় তারা এই ক্যাম্পে থাকবে। পাশাপশি প্রতিবন্ধীদেরও এর অর্ন্তভূক্ত করা হবে। ’
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জুন ২১, ২০২০
আরএআর/ইউবি