ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রামোসের নতুন রেকর্ড, দেল বস্ককে ছাড়িয়ে গেলেন জিদান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জুন ২২, ২০২০
রামোসের নতুন রেকর্ড, দেল বস্ককে ছাড়িয়ে গেলেন জিদান রামোস ও জিদান

লা লিগায় নিজেদের শেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ২-১ ব্যবধানে হারিয়ে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। ৩০ ম্যাচে দু’দলের সমান ৬৫ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় সিংহাসন দখল করেছে লস ব্লাঙ্কোসরা।

আর এই ম্যাচ জয়ে ব্যক্তিগত এক রেকর্ড গড়েছেন মাদ্রিদের স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। এছাড়া আরেকটি নতুন মাইলফলক স্পর্শ ‍করেছেন সান্তিয়াগো বার্নাব্যুর প্রধান কোচ জিনেদিন জিদান।

প্রথমার্ধে সোসিয়েদাদের জালের ঠিকানা খুঁজে না পেলেও বিরতির পর ৫০তম মিনিটে পেনাল্টি কিক থেকে দলের প্রথম গোল করেন রামোস। আর এই গোলে নতুন এক রেকর্ডের চূড়ায় ওঠেন মাদ্রিদ অধিনায়ক। ডিফেন্ডার হিসেবে লা লিগায় সর্বোচ্চ গোলের মালিক এখন তিনি। নিজের ৬৮তম গোল করে রামোস পেছনে ফেলেছেন বার্সার সাবেক ডাচ ডিফেন্ডার রোনাল্ড ক্যোমানকে।

অন্যদিকে রিয়ালের কোচ হিসেবে সর্বোচ্চ জয়ের রেকর্ডে দ্বিতীয় স্থানে বসেছেন জিদান। ২০২তম ম্যাচে নিজের ১৩৪তম জয় তুলে নিয়েছেন ফরাসি কোচ। সেই সঙ্গে ছাড়িয়ে গেছেন পূর্বসূরী ভিসেন্তে দেল বস্ককে। এর আগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে স্প্যানিশ কোচকে ছুঁয়ে ফেলেন জিজু।

রিয়ালের কোচ হিসেবে সর্বোচ্চ জয়ের তালিকায় ২৪৬ ম্যাচে ১৩৩ জয় নিয়ে তিনে নেমে গেছেন দেল বস্ক। আর ৬০৫ ম্যাচে ৩৫৭ জয় নিয়ে সবার ওপরে মিগুয়েল মুনোজ।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জুন ২২, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।