ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইতালিয়ান লিগে রোনালদোর আরেকটি নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, জুন ২৩, ২০২০
ইতালিয়ান লিগে রোনালদোর আরেকটি নতুন রেকর্ড ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো ও পাওলো দিবালার গোলে বোলোনার মাঠে জয় পেয়েছে জুভেন্টাস। ম্যাচটিতে প্রথমার্ধে পেনাল্টি কিক থেকে দলের হয়ে প্রথম গোলটি করে আরেকটি নতুন রেকর্ড গড়েছেন সিআর সেভেন। সিরি’আ লিগে পর্তুগিজদের মধ্যে সবচেয়ে বেশি গোলের মালিক এখন তিনি। 

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ার প্রথম মৌসুমে সিরি’আ লিগে ২১ গোল করেছিলেন রোনালদো। এবার চলতি মৌসুমে ২২ গোল করে ছাড়িয়ে গেলেন নিজেকে।

সঙ্গে টপকে গেলেন স্বদেশি তারকা রুই কস্তাকে।

ইতালির শীর্ষ ফুটবলে পর্তুগিজদের মধ্যে সর্বোচ্চ গোলের মালিক ছিলেন অ্যাটাকিং মিডফিল্ডার রুই কস্তা। ১৯৯৪-২০০৬ মৌসুম পযর্ন্ত সিরি’আ লিগে খেলেছেন তিনি। ফিওরেন্তিনা ও এসি মিলানের হয়ে যে রেকর্ড গড়েছিলেন ৪৮ বছর বয়সী তারকা এবার তা মাত্র দুই মৌসুমে ৪৩ গোল করে ভেঙে দিলেন রোনালদো।  

পর্তুগিজ উইঙ্গার যেখানেই যান সেখানেই গড়েন নতুন নতুন রেকর্ড। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীনও ইংলিশ প্রিমিয়ার লিগে পর্তুগিজদের মধ্যে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন তিনি। রেড ডেভিলদের হয়ে ১৯৬ ম্যাচে ৮৪ গোল করেন পাঁচটি ব্যালন ডি’অরের মালিক।

স্প্যানিশ লা লিগাতেও পর্তুগিজদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা রোনালদো। রিয়াল মাদ্রিদের জার্সিতে ২৯২ ম্যাচে ৩১১ গোল করেন ৩৫ বছর বয়সী উইঙ্গার। কেবল তাই নয়, লস ব্লাঙ্কোসদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ে তুরিনে যান তিনি। লা লিগাতে সর্বোচ্চ গোলদাতার তালিকায় কেবল চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিই কেবল তার উপরে।  

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জুন ২৩, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।