ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চলে গেলেন এসি মিলান কিংবদন্তি ইতালিয়ান ফরোয়ার্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জুন ২৩, ২০২০
চলে গেলেন এসি মিলান কিংবদন্তি ইতালিয়ান ফরোয়ার্ড পিয়েরিনো প্রাতি

মারা গেছেন এসি মিলানের সাবেক ইতালিয়ান ফরোয়ার্ড পিয়েরিনো প্রাতি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি বিখ্যাত ছিলেন ১৯৬৯ সালে ইউরোপিয়ান কাপের ফাইনালে ডাচ ক্লাব আয়াক্সের বিপক্ষে হ্যাটট্রিকের জন্য। মিলান ম্যাচটি জিতেছিল ৪-১ গোলে।

ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের শিরোপা জেতানো ফরোয়ার্ডের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছে মিলান। সিরি’আ লিগের ক্লাবটি তাদের অফিসিয়াল টুইটারে প্রাতির ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘বিদায় সত্যিকারের রোজোনোরি কিংবদন্তি।

আপনি আমাদের সবাইকে আলোকিত করেছিলেন এবং আপনাকে সবাই মিস করবে। শান্তিতে ঘুমান পিয়েরো। ’ 

মিলানের জার্সিতে প্রাতি ১৯৬৭-৬৮ মৌসুমে সিরি’আ জিতেন এবং ১৯৭১-৭২ ও ১৯৭২-৭৩ মৌসুমে টানা দু’বার কোপা ইতালিয়া শিরোপা জিতেন। ১৯৬৯ সালে জিতেন ইউরোপিয়ান কাপ।  

জাতীয় দলের জার্সিতে ১৯৬৮ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেন প্রাতি। ১৯৭০ বিশ্বকাপে রানার্স-আপ হয় ইতালি। আর সে দলের সদস্য ছিলেন তিনি।  

উয়েফার হিসেবে, প্রাতি মিলানের হয়ে ১৪১ ম্যাচে ৭২ গোল করেছেন। এছাড়া জাতীয় দলের হয়ে ১৪ ম্যাচে করেছেন ৭ গোল।  

মিলান ছাড়াও প্রাতি আরও দুই ইতালিয়ান ক্লাব রোমা এবং ফিওরেন্তিনায় খেলেছেন। ১৯৮১ সালে অবসর নেওয়ার আগে যু্ক্তরাষ্ট্রের ক্লাব রচেস্টার ল্যাঞ্চার্সের হয়েও খেলেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুন ২৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।