করোনা ভাইরাস লকডাউন ভঙ্গ করে বার্সা অধিনায়কের জন্মদিন পালন করায় জরিমানা গুণতে হয়েছে ১৫ বাংলাদেশিকে।
ভারতীয় সীমান্তের নিকটবর্তী চূয়াডাঙা জেলার দামুরহুদার এক ক্যাফেতে মেসির জন্মদিন পালন করছিলেন কয়েকজন বাংলাদেশি।
শাস্তিপ্রাপ্তদের বয়স ১৭ থেকে ৩২ বছরের মধ্যে। এছাড়া ঐ ক্যাফেকে প্রায় ৬ হাজার টাকা (৭০ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে বলে জানান অভিযান পরিচালনা করা ম্যাজিস্ট্রেট ফিরাজ হোসেন।
তিনি এএফপি’কে বলেন, ‘তারা সন্ধ্যায় বাইরে গিয়ে সামাজিক দূরত্বের নিয়মকে অবজ্ঞা করেছে। তারা আমাদের লকডাউন আদেশ অমান্য করেছে। ’
লকডাউনের মধ্যেও কেন মেসির জন্মদিন পালন করতে দিলেন সে প্রসঙ্গে ক্যাফে’র মালিক জাহিদুল আলম বলেন, ‘তারা মেসির জন্মদিন নিয়ে খুব উৎসাহী হওয়ায় আমি তাদের বাড়ি পাঠাতে পারিনি। ’
করোনার কারণে নিজের জন্মদিন নিয়ে এবার তেমন উৎসাহী ছিলেন না মেসি। তারমধ্যে জন্মদিনের রাতে ক্যাম্প ন্যুয়ে অ্যাতলেটিক বিলবাও’র মুখোমুখি হয় তার দল বার্সা। এই ম্যাচে একটি গোল পেলেই জাতীয় দল ও ক্লাবের হয়ে ৭০০তম গোলের মাইলফলক স্পর্শ করতেন মেসি। তবে নিজে গোল না পেলেও সতীর্থ ইভান রাকিতিচের গোলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কিকে সেঁতিয়েনের শিষ্যরা।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জুন ২৫, ২০২০
ইউবি