এবার শুরু হতে যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ। করোনার কারণে দ্বিতীয় রাউন্ড চলাকালীন স্থগিত হয়ে গিয়েছিল ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের চলতি মৌসুমের এ লড়াইও।
বৃহস্পতিবার (২৫ মার্চ) প্যারিসে অনুশীলনে ফিরতে দেখা গেছে নেইমার, অ্যাঙ্গেল ডি মারিয়া, কিলিয়ান এমবাপ্পে, থিয়াগো সিলভা, মাউরো ইকার্দিদের। করোনার সংক্রমণ এড়াতে সব তারকাই ছিলেন মাস্ক পরিহিত অবস্থায়।
পিএসজি’র এখন লক্ষ্য চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করা। দ্বিতীয় রাউন্ডে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে টমাস টুখেলের দল।
আগস্টে পর্তুগালের লিসবনে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে চ্যাম্পিয়নস লিগের চলতি আসরের বাকি ম্যাচগুলো। তার আগে প্রতিযোগিতামূলক ম্যাচ বলতে পিএসজির হাতে আছে ২৪ ও ৩১ জুলাইতে হতে যাওয়া কোপ দে ফ্রান্স এবং কোপ দে লা লিগের ফাইনাল।
বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, জুন ২৫, ২০২০
ইউবি