করোনার ছোবলে আর্থিক সঙ্কটে পড়েছে বিশ্বের সাহায্য সংস্থাগুলো। এর প্রভাব পড়েছে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনযাপনেও।
জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করছেন মেসি। শিশু অধিকার নিয়ে এই সংস্থার সঙ্গে দীর্ঘদিন থেকেই যুক্ত আছেন বার্সা অধিনায়ক। এই করোনাকালেও তাই নিজের দায়িত্ববোধ থেকে সংস্থার হয়ে অসহায় শিশুদের সাহায্যার্থে সবার প্রতি আবেদন জানালেন তিনি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট করেছেন, যেখানে তিনি নিজের শৈশবের একটি ছবি ব্যবহার করেছেন।
ফেসবুক পোস্টে মেসি লিখেছেন, ‘ছোট থেকেই আমি স্নেহ ও সুরক্ষার মধ্য দিয়ে বড় হয়েছি। আমার পরিবার আমাকে সবসময় ভালোবাসা দিয়েছে এবং আমার প্রতিটা চ্যালেঞ্জে পাশে থেকেছে। দুঃখের বিষয়, সারা বিশ্বের লাখ লাখ শিশুর বাস্তবতা মোটেই এমন নয়। যদি প্রয়োজনীয় অনুদান না পাওয়া যায়, তাহলে ধারণা করা হচ্ছে, আগামী ৬ মাসে প্রতিদিন প্রায় ৬ হাজার ছেলে এবং মেয়ে মারা যেতে পারে। আজ আপনার অনুদান আগের যেকোনো সময়ের চেয়ে বেশি পার্থক্য সৃষ্টি করে। ইউনিসেফে যোগ দিন এবং জীবন বাঁচাতে এখনই সহযোগিতা করুন। ’
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুন ২৬, ২০২০
এমএইচএম