কিছুদিন ধরেই আর্থারকে বেচে দেওয়ার চেষ্টা করছে বার্সা। কিন্তু ভালো কোনো অফার না আসায় আপাতত সেই চেষ্টায় লাগাম টেনেছে কাতালান জায়ান্টরা।
তবে ২৩ বছর বসয়ী এই মিডফিল্ডারকে নিয়ে বার্সার পরবর্তী ম্যাচের জন্য এখনও পরিকল্পনা করছেন সেতিয়েন। এমনকি তাকে ভবিষ্যতের সূচিতেও চিন্তা করছেন তিনি। যেখানে শনিবার রাতে লা লিগার ম্যাচে সেল্তা ভিগোর বিপক্ষে মাঠে নামবে কাতালান জায়ান্টরা।
এ প্রসঙ্গে সেতিয়েন বলেন, ‘আমি তাকে নিয়ে পরিকল্পনা করছি। সে ভ্রমণ করছে (ভিগোতে) এবং খেলায় সুযোগ পাবে। আর যদি সে খেলে, তবে নিজের সেরাটাই দেবে। ’
তিনি আরও বলেন, ‘সে চলে যাচ্ছে, ক্লাব এ ব্যাপারে আমাকে কিছুই জানায়নি। আর যদি এমন কিছু হয়েও থাকে, তবে এই মৌসুমের শেষ অনুশীলন পর্যন্ত সে আমাদের সঙ্গে থাকছে।
এর আগে ২০১৮ সালে গ্র্যামিওর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বার্সার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন আর্থার। তাকে বলা হতো বার্সার পরবর্তী ‘জাভি’। স্বয়ং লিওনেল মেসিও তাকে বার্সা কিংবদন্তির সঙ্গে তুলনা করেছিলেন। কিন্তু বার্সার জার্সিতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ২৭, ২০২০
এমএমএস