শনিবার (জুন ২৭) বাংলানিউজকে একথা জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি জানিয়েছেন, ফিফা পুরো টাকা একবারে দেবে না, দুই ভাগে ভাগ করে দেবে।
আবু নাঈম সোহাগ বলেন, ‘করোনার কারণে ফুটবল বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। সে কারণেই ফিফা সকল সদস্যদেশকে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারই অংশ হিসেবে বাংলাদেশকে ১০ লাখ ডলার দেবে ফিফা। দুই দফায় টাকাটা দেওয়া হবে। অাগামী মাসে প্রথম দফার টাকা দেওয়া হবে। আর অাগামী বছর জানুয়ারি নাগাদ দেওয়া হবে দ্বিতীয় দফার টাকা। ’
এই অর্থটা যাতে সঠিকভাবে ব্যয় হয় সেটার নজরদারি করবে ফিফা। এছাড়াও নারী ফুটবলের জন্য আরও ৫ লাখ ডলার দেবে ফিফা। তবে তা ঋণ হিসেবে দেওয়া হবে। সকল দেশের ফুটবল ফেডারেশনের আয় অনুযায়ী সর্বোচ্চ ৫ লাখ ডলার ঋণ দেওয়া হবে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জুন ২৭, ২০২০
আরএআর/এমএইচএম