শনিবার ভকসওয়াগেন অ্যারেনায় ১০ জনের দলে পরিণত হওয়া ভল্ফসবুর্গ তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ফলে ১১ দিন আগে চ্যাম্পিয়নের মুকুট পরা হান্স ফ্লিকের শিষ্যরা উৎসব করেই মাঠ ছাড়ে।
মুলার এই মৌসুমে ২১টি গোলে সহায়তা করে রেকর্ডটি গড়েন। যেখানে দলকে ৪ মিনিটেই লিড এনে দেন কিংসলে কোম্যান। আর ৩৭তিম মিনিটে মিকায়েল কুইসানসে ব্যবধান দ্বিগুণ করেন।
দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জোসুয়া গুইলাভোগুই কুইসানসেকে ফাউল করে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ভল্ফসবুর্গ। আর সেখান থেকে ৭২তম মিনিটে পেনাল্টিতে গোল করেন দলের সেরা স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি। পরে ৭৯ মিনিটে মুলার গোল করে বায়ার্নের বড় নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জুন ২৭, ২০২০
এমএমএস