ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জুভেন্টাসের সঙ্গে চুক্তি বাড়ালো বুফন ও চিয়েলিনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জুন ৩০, ২০২০
জুভেন্টাসের সঙ্গে চুক্তি বাড়ালো বুফন ও চিয়েলিনি বুফন ও চিয়েলিনি

জুভেন্টাসের সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন গোলরক্ষক জিয়ানলুইজি বুফন ও ডিফেন্ডার জিওর্জে চিয়েলিনি। ২০২১ সালের জুন পযর্ন্ত তুরিনে থাকবেন এই দুই ইতালিয়ান তারকা।

জুভদের সঙ্গে মেয়াদ শেষ হওয়ার আগে নিজের ৪৩তম জন্মদিন পালন করবেন বুফন। অন্যদিকে ৩৭তম জন্মদিনের কেক কাটবেন চিয়েলিনি।

২০০১-১৮ পযর্ন্ত টানা ১৭ বছর তুরিনে কাটিয়েছেন বুফন। মাঝখানে ২০১৮-১৯ মৌসুম তিনি গোলপোস্ট সামলেছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি)। তবে ফরাসি জায়ান্টদের সঙ্গে মেয়াদ শেষ হওয়ার পরপরই তিন ফের যোগ দেন জুভেন্টাসে।

চিয়েলিনিও তুরিনে আছেন দীর্ঘদিন ধরে। রোমা থেকে ধারে ফিওরেন্তিনায় থাকাকালীন ২০০৫ সালে তিনি যোগ দেন জুভেন্টাসে।

ক্লাবের সঙ্গে দীর্ঘদিনের বিশ্বস্ততা ও কোয়ালিটির পুরস্কার হিসেবে তাদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে বলে আকারে-ইঙ্গিতে জানিয়েছে সিরি’আ চ্যাম্পিয়নরা।

২০০৬ সালে ইতালির জার্সিতে বিশ্বকাপজয়ী গোলরক্ষক বুফন পেশাদারি ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৯৫ সালে, পার্মায়। তুরিনে যোগ দেওয়ার পর থেকে ৫০০ এর বেশি লিগের ম্যাচে জুভদের গোলপোস্ট সামলেছেন তিনি।

জুভেন্টাসে ১৫ বছরের ক্যারিয়ারে সিরি’আ লিগে চিয়েলিনি খেলেছেন ৩৮৬ ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, জুন ৩০, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।