ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভ্যালেন্সিয়ার কোচ বরখাস্ত, স্পোর্টিং ডিরেক্টরের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, জুন ৩০, ২০২০
ভ্যালেন্সিয়ার কোচ বরখাস্ত, স্পোর্টিং ডিরেক্টরের পদত্যাগ কোচ আলবার্ত সেলাদেস

দায়্ত্বি নেওয়ার ৯ মাসের মাথায় বরখাস্ত হয়েছেন স্প্যানিশ লা লিগার ক্লাব ভ্যালেন্সিয়ার প্রধান কোচ আলবার্ত সেলাদেস। সেই সঙ্গে পদত্যাগ করেছেন ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর সিজার সানচেজ।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার সেলাদেসের পরিবর্তে ভোরো গঞ্জালেসকে নিয়োগ দিয়েছে ভ্যালেন্সিয়া। চলতি মৌসুমের শেষ পযর্ন্ত ক্লাবটির দায়িত্ব পালন করবেন এই স্প্যানিশ কোচ।

এর আগেও সাময়িক কোচ হিসেবে ছয়বার ভ্যালেন্সিয়ার দায়িত্ব কাঁধে নিয়েছিলেন গঞ্জালেস।  

২০০৮ সালে ডাচ কোচ রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করার পর প্রথমবার গঞ্জালেসকে অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেয় ভ্যালেন্সিয়া। সেবার লা লিগায় ক্লাবটির অবনমন এড়াতে সাহায্য করেছিলেন এই ৫৬ বছর বয়সী কোচ।

সদ্য বরখাস্ত হওয়া কোচ সেলাদেস মেস্তাল্লায় এসেছিলেন গত সেপ্টেম্বরে। চাকরিচ্যুত আরেক স্প্যানিশ কোচ মার্সেলিনোর জায়গায়।

২০১৪ সালে ভ্যালেন্সিয়ার মালিকানা কিনে নেন সিঙ্গাপুরিয়ান বিলনিয়ার পিটার লিম। এরপর সেলাদেসসহ এ নিয়ে ছয় কোচ বরখাস্ত হলো ক্লাবটিতে।

অন্যদিকে স্পোর্টিং ডিরেক্টর হিসেবে জানুয়ারিতে সানচেজকে নিয়োগ দেয় ভ্যালেন্সিয়া। একই অধ্যায়ে ছয়জন পদত্যাগ করেছেন পদটি থেকে।

স্প্যানিশ এক গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, সোমবার (২৯ জুন) সেলাদেস বরখাস্ত হওয়ার পরপরই পদত্যাগ করেন সানচেজ।

এর আগে জানানো হয়েছিল বুধবার (০১ জুলাই) অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ পযর্ন্ত ভ্যালেন্সিয়ায় কোচ সেলাদেসের স্কোয়াড থাকবে। কিন্তু তার আগেই চাকরি হারালেন ৪৪ বছর বয়সী স্প্যানিশ কোচ।

লা লিগার চলতি মৌসুমে ৩২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে ভ্যালেন্সিয়া। গত চার ম্যাচের মধ্যে তিনটিতে হেরেছে ছয়বারের চ্যাম্পিয়নরা। ক্লাবটি সর্বশেষ লা লিগা জিতেছিল ২০০৩-০৪ মৌসুমে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুন ৩০, ২০২০
ইউবি/এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।