মঙ্গলবার (৩০ জুন) দিনগত রাতে ক্যাম্প ন্যুয়ে সফরকারী অ্যাতলেতিকোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সা। ম্যাচের মোট ৪ গোলের ৩টিই পেনাল্টি থেকে এসেছে।
শুরু থেকেই দুই দলের আক্রমণ আর প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। খেলার মাত্র ষষ্ঠ মিনিটেই এগিয়ে যেতে পারত অ্যাতলেতিকো। বার্সার ডি-বক্সে ইয়ানিক কারাসকোর ক্রসে অল্পের জন্য পা লাগাতে পারেননি দিয়েগো কস্তা। কিছুক্ষণ পর বার্সা মিডফিল্ডার ইভান রাকিতিচের শট ফিরিয়ে দেন সফরকারী দলের গোলরক্ষক ইয়ান ওবলাক।
খেলার একাদশ মিনিটে মেসির নিচু ফ্রি-কিক কর্নারের বিনিময়ে ফেরান কস্তা। এরপর মেসির কর্নারে বল এই স্প্যানিশ স্ট্রাইকারের উরুতে লেগে দুই পায়ের মাঝ দিয়ে জালে জড়িয়ে যায়। এর কয়েক মিনিট পরে শোধ তোলার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি কস্তা। এবার ডি-বক্সে কারাসকোকে ফাউল করেন বার্সার ভিদাল। পেনাল্টি শট নেন কস্তা, কিন্তু বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দেন বার্সা গোলরক্ষক টের স্টেগান। কিন্তু শট নেওয়ার আগেই নাড়াচাড়া করায় ফের পেনাল্টি, এবার অবশ্য ভুল করেননি সাউল নিগেস।
সমতায় ফিরে অ্যাতলেতিকোর খেলার ধার আরও বাড়তে থাকে। ফলে পরপর ৩ ম্যাচ গোলশুন্য থাকা মেসি মাইলফলক ছুঁতে পারবেন কি না তা নিয়ে সংশয় বেড়েই যাচ্ছিল। তবে এবার আর হতাশ হতে হয়নি মেসিভক্তদের। তবে প্রথমার্ধে দু'টি দারুণ সুযোগ কাজে লাগাতে পারলে আগেই হয়ে যেত কীর্তিটা। ৪২তম মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া তার দারুণ এক ফ্রি-কিক বাঁক খেয়ে কালে জড়াতে যাচ্ছিল, তবে শেষ মুহূর্তে অসাধারণ নৈপুণ্যে তা ঠেকিয়ে দেন ওবলাক।
মেসিভক্তদের অপেক্ষার পালা শেষ হয় দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটেই। নেলসন সেমেদো প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি নাজান রেফারি। আর তা থেকে নিজের ৭০০তম ক্যারিয়ার গোলের দেখা পেতে মোটেই অসুবিধা হয়নি বার্সা অধিনায়কের। এই নিয়ে চলতি মৌসুমে এটি তার ২২তম গোল। বার্সার জার্সিতে এখন তার মোট গোলসংখ্যা ৬৩০টি। বাকিগুলো দেশের জার্সিতে।
এদিকে মেসির মাইলফক স্পর্শ করার আনন্দ ম্লান করে দিয়ে ফের সমতায় ফেরে অ্যাতলেতিকো। এবার ভিলেন কিছুক্ষণ আগেই পেনাল্টি আদায় করে নেওয়া সেমেদো। নিজেদের ডি-বক্সে কারাসকোকে ফাউল করে বসেন তিনি। এবারও শট নেন নিগেস। অল্পের জন্য ঠেকাতে পারেননি বার্সার জার্মান গোলরক্ষক। বাকি সময়ে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে গেলেও শেষ পর্যন্ত সফল হয়নি কেউই।
এই ড্রয়ে বার্সার শিরোপা স্বপ্ন জোর ধাক্কা খেলো। ৩৩ ম্যাচ শেষে কাতালান জায়ান্টদের পয়েন্ট এখন ৭০। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট রিয়াল মাদ্রিদের। তৃতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের সংগ্রহ ৩৩ ম্যাচে ৫৯ পয়েন্ট।
বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জুলাই ০১, ২০২০
এমএইচএম