ম্যাচের শুরু থেকেই জেনোয়াকে চেপে ধরে জুভেন্টাস। তবে প্রথমার্ধে গোলের দেখা পাননি রোনালদোরা।
৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। মিরালেম পিয়ানের বাড়ানো বল পেয়ে কিছুটা এগিয়ে ২৫ গজ দূর থেকে তার বুলেট গতির শট জালের ঠিকানা খুঁজে পায়। ৭৩তম মিনিটে ব্যবধান বাড়ান কস্তা। ডি-বক্সের বাইর থেকে কোনাকুনি শটে দারুণ এক গোল করেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
৭৬তম মিনিটে জেনোয়ার আন্দ্রে পিনামোন্তি একটি গোল শোধ করলেও তা ব্যবধান কমানো ছাড়া কাজে আসেনি।
এই জয়ে ২৯ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে সিরি আ'র পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে জুভেন্টাস।
বাংলাদশ সময়: ১১৩২ ঘণ্টা, জুলাই ০১, ২০২০
আরএআর/এমএইচএম