এ ব্যাপারে ফিফার টেকনোলজি ডিরেক্টর জোহান্নেস হোলজমুলার জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী নতুন প্রকল্পে সহকারী রেফারিদের পরিবর্তে কম্পিউটার টেকনোলজির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অফসাইড সিদ্ধান্ত দেওয়া হবে।
এক্ষেত্রে যদি কোনো ফুটবলার লাই ক্রস করে, তবে অ্যালার্ম বেজে উঠবে।
এই রোবট প্রযুক্তি অবশ্য ইতোমধ্যে পরীক্ষা করানো হয়েছে গত ডিসেম্বরে। কাতারেই ক্লাব বিশ্বকাপের ম্যাচে, যেখানে শিরোপা জিতেছিল লিভারপুল।
জার্মান ব্রডকাস্টার এআরডিতে হোলজমুলার এ প্রসঙ্গে বলেন, ‘অফসাইড টেকনিকের পেছনে এই ধারণাটি খেলায় ভিডিও অ্যাসিট্যান্ট রেফারি দ্বারা আরও ত্বরান্বিত করবে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
এমএমএস