ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নিউক্যাসলের জালে ‘হৃদয়হীন’ ম্যানসিটির গোল উৎসব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জুলাই ৯, ২০২০
নিউক্যাসলের জালে ‘হৃদয়হীন’ ম্যানসিটির গোল উৎসব সতীর্থদের নিয়ে গোল উদযাপন করছেন সিলভা

টানা দুই আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর চলতি মৌসুমে লিভারপুলের কাছে শিরোপা বিসর্জন দিয়েছে ম্যানচেস্টার সিটি। ট্রফি বিসর্জন দেওয়ার ক্ষোভই যেন তারা তুলছে এখন। সিটিজেনরা এবার ৫-০ গোলে বিধ্বস্ত করেছে নিউক্যাসল ইউনাইটেডকে। 

নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটির ভয়ঙ্কর রূপ আগেও দেখেছে সবাই। এর আগে ‘চ্যাম্পিয়ন’ লিভারপুলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল পেপ গার্দিওলার দল।

চলতি মৌসুমে আর্সেনালকে ৩-০, বার্নলিকে ৫-০ ব্যবধানেও হারিয়েছিল সিটিজেনরা।  

বুধবার (০৮ জুলাই) রাতে নিউক্যাসলের বিরুদ্ধে শুরুতে সিটিকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল জেসুস। ম্যাচের ১০ম মিনিটে ডেভিড সিলভার পাস থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পরাস্ত করেন প্রতিপক্ষের গোলরক্ষককে। এরপর প্রথমার্ধেই ব্যবধানটা ২-০ করেন রিয়াদ মাহরেজ।  

বিরতির পর সিটি তৃতীয় গোল পায় প্রতিপক্ষের ভুলে। ৫৮তম মিনিটে আত্মঘাতী গোল করে বসেন নিউক্যাসলের ফার্নান্দেজ। ৬৫তম মিনিটে স্পটলাইট আবার নিজের দিকে টেনে নেন ডেভিড সিলভা। নির্ধারিত সময়ের যোগ করা প্রথম মিনিটে নিউক্যাসলের জালে শেষ পেরেকটি ঠুকে দেন রহিম স্টার্লিং।

এই জয়ে ৩৪ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছে সিটি। সমান ম্যাচে ৯২ পয়েন্ট নিয়ে শীর্ষে শিরোপা নিশ্চিত করা লিভারপুল।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।