চোটে পড়েছেন হ্যান্ডারসন। গত ম্যাচে ব্রাইটনের বিপক্ষে পায়ে চোট পান তিনি।
গুরুত্বহীন হয়ে পড়া বাকি ম্যাচগুলোর পাশাপাশি দলের অন্যতম তারকা হ্যান্ডারসনকে ২০২০-২১ মৌসুমের শুরুতেও না পাওয়ার শঙ্কা রয়েছে ক্লপের। তবে লিভারপুল কোচ মনে করেন, চোট থেকে সেরে ওঠতে হ্যান্ডারসনের কোনো অস্ত্রোপাচারের দরকার হবে না।
চ্যাম্পিয়ন হওয়ার পর এখন আরেকটি রেকর্ড ভাঙার পথে অল রেডরা। ২০১৭-১৮ মৌসুমে শিরোপা জয়ের পথে রেকর্ড ১০০ পয়েন্ট করেছিলে ম্যানচেস্টার সিটি। লিভারপুল যদি তাদের বাকি চার ম্যাচের তিনটিতে জিতে তবে সেই রেকর্ড নিজেদের করে নেবে। ৩৪ ম্যাচে ৯২ পয়েন্ট নিয়ে সেই লক্ষ্যেকেই এখন পাখির চোখ করেছে ক্লপের দল। তবে সেই অভিযানের নেতৃত্বে থাকবেন না হ্যান্ডারসন।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
ইউবি