শুক্রবার (১০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।
এর আগে লাতিন বিশ্বের বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর মূল সময়সূচি ছিল মার্চে।
কিন্তু পরিস্থিতি এখনও উন্নতি না হওয়ায় এবার অক্টোবরে ১৮ রাউন্ডের বাছাইপর্বের এই আসর শুরুর পরিকল্পনা করা হচ্ছে। চলমান মহামারিতে লকডাউন ও ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় কনমেবল তাদের পরিকল্পনায় পরিবর্তন এনেছে। এবারও ফিফার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।
দক্ষিণ আমেরিকার বাছাইয়ে শীর্ষে থাকা চার দল সরাসরি টিকেট পাবে ২০২২ সালের ২১ নভেম্বরে শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপের। পঞ্চম দল সুযোগ পাবে প্লে-অফে খেলে টিকেট কাটার।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
ইউবি