ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নিজেদের মাঠে চ্যাম্পিয়ন লিভারপুলের হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
নিজেদের মাঠে চ্যাম্পিয়ন লিভারপুলের হোঁচট লিভারপুল-বার্নলির ম্যাচের মধ্যকার দৃশ্য। ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে লিভারপুল। মৌসুম শেষ হওয়ার আগে শিরোপা নিশ্চিত করায় বাকি ম্যাচগুলো এখন গুরুত্বহীন অলরেডদের কাছে। 

তবে একটা রেকর্ডের হাতছানি রয়েছে এখনও তাদের সামনে। পেপ গার্দিওলার অধীনে ২০১৭-১৮ মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের পথে রেকর্ড ১০০ পয়েন্ট করেছিল ম্যানচেস্টার সিটি।

শিরোপা জেতার পর লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ এবার সেই রেকর্ডকেই পাখির চোখ করেছেন। কিন্তু সেই রেকর্ড ভাঙার অভিযানে এবার হোঁচট খেয়েছে অলরেডরা।  

শনিবার (১১ জুলাই) নিজেদের মাঠ অ্যানফিল্ডে এগিয়ে যাওয়ার পরও বার্নলির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল।  

শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ৩৪তম মিনিটে এগিয়ে যায় ক্লপের দল। ফাবিনহোর পাস থেকে ব্যবধানটা ১-০ করেন ইংলিশ ডিফেন্ডার অ্যান্ড্রু রবার্টসন। বিরতি থেকে ফিরেও আক্রমণের ধার বজায় রাখে অলরেডডরা। কিন্তু ৬৯তম মিনিটে বার্নলিকে সমতায় ফেরান জয় রদ্রিগেজ। বাকি সময় সালাহ-মানে-ফিরমিনোরা চেষ্টা করেও আর বার্নলির জালে বল পাঠাতে পারেননি।  

ড্র করলেও অবশ্য সিটির রেকর্ড ভাঙার আশা এখনও শেষ হয়ে যায়নি লিভারপুলের। বাকি তিন ম্যাচের প্রত্যেকটিতে জিতলেই নতুন রেকর্ড গড়বে ৩৫ ম্যাচে ৯৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ক্লপের দল।  

আরেক ম্যাচে নরউইচ সিটিকে তাদেরই মাঠে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে ওয়েস্ট হ্যাম। প্রত্যেক গোলই করেছেন ইংলিশ উইঙ্গার মিখাইল আন্তনিও। সেই সঙ্গে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে প্রথম দল হিসেবে অবনমন হলো নরউইচের।  

তবে অবনমের শঙ্কা এড়ানো লড়াইয়ে জয় পেয়েছে ওয়াটফোর্ড। নিজেদের মাঠে ট্রয় ডিনির জোড়া গোলে নিউক্যাসলকে হারিয়েছে ক্লাবটি।  

বাংলাদেশ সময়: ১০০১, জুলাই ১১, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।