মেসির আগে ২০০৮/০৯ মৌসুমে সমানসংখ্যক অ্যাসিস্ট করেছিলেন বার্সার কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজ।
অ্যাসিস্টের কীর্তি ছাড়াও চলতি মৌসুমে ২২টি গোল নিয়ে সর্বোচ্চ গোলের মালিকও মেসি।
এর আগে একই কীর্তি গড়েছিলেন থিয়েরি অঁরি। ২০০২/০৩ মৌসুমে আর্সেনালের জার্সিতে ২৪ গোল ও ২০ অ্যাসিস্ট ছিল এই সাবেক ফরাসি ফরোয়ার্ডের নামের পাশে।
অ্যাসিস্টের হিসাবে এটাই মেসির সেরা মৌসুম সন্দেহ নেই। এর আগে ২০১০/১১ এবং ২০১৪/১৫ মৌসুমে ১৮টি করে অ্যাসিস্ট ছিল তার।
চলতি মৌসুমে মেসির অ্যাসিস্ট থেকে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন লুইস সুয়ারেস। কারণ দলের অধিনায়কের পাস থেকে ৭টি গোল করেছেন এই উরুগুইয়ান স্ট্রাইকার।
মেসির পাস থেকে চলতি মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ ৩টি করে গোল করেছেন ফরাসি ফরোয়ার্ড আঁতোয়া গ্রিজম্যান এবং চিলিয়ান মিডফিল্ডার আর্তুরো ভিদাল। আরও ১০ খেলোয়াড় একবার করে মেসির সহায়তায় পেয়েছেন গোলের দেখা।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
এমএইচএম