চলতি মৌসুমে জাভির আশায় বুক বেধেছিল গত আসরের লা লিগা চ্যাম্পিয়নরা। ৪০ বছর বয়সী সাবেক মিডফিল্ডার সেই প্রস্তাব ফিরিয়ে দেন।
অবশ্য এতসবের মাঝেও নিজেদের সাবেক মিডফিল্ডারের সঙ্গে আলোচনা একেবারে বন্ধ করে রাখেনি তারা। কিন্তু জাভি কয়েকদিন আগে চুক্তি নবায়ন করেন কাতারের ক্লাব আল-সাদের সঙ্গে। অবশ্য তা সত্ত্বেও জাভির আশা যে কাতালানরা ছাড়েনি, সেই কথায় জানালেন বার্তোমেউ।
টিভিথ্রি নামের এক গণমাধ্যমকে বার্সা প্রেসিডেন্ট বলেন, ‘আগে হোক বা পরে, বার্সার কোচ হবেন জাভি। তবে এখন আমরা কোচ খুঁজছি না, আমাদের এখন কিকে (সেতিয়েন) আছেন। ’
২০১৫ সালে আল-সাদে যাওয়ার আগে পেশাদারি ক্যারিয়ারের পুরোটা সময় ক্যাম্প ন্যুয়ে কাটিয়েছেন জাভি। লা মেসিয়া-সহ বার্সায় ২৪ বছর কাটিয়েছেন তিনি। বার্সার জার্সি গায়ে খেলেছেন রেকর্ড ৭৬৭ ম্যাচ।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
ইউবি