রোববার (১২ জুলাই) ক্রোয়েশিয়া ও সার্বিয়ার গণমাধ্যমে এক ভিডিও প্রকাশিত হয়। পরেরদিন তা ভাইরাল হয়ে পড়ে।
গানটি প্রকাশ হয়েছিল ক্রোয়েশিয়ার বিভিন্ন জায়গায়। বলকান এক গানের দলের গাওয়া এই গানটিতে মহিমান্বিত করা হয় দেশটির তৎকালীন ফ্যাসিবাদী চরিত্রকে। অনেক বছর ধরে গানটি বিতর্কিত ক্রোয়েশিয়ার বিভিন্ন অঞ্চলের নাগরিকদের কাছে। এমনকি ক্রোয়েশিয়ান সঙ্গীতশিল্পী মার্কো পারকোভিচের ব্যান্ডের গাওয়া গানটি ইউরোপের বিভিন্ন দেশেই নিষিদ্ধ।
হিটলারের সময়ের জার্মানির ফ্যাসিবাদী আচরণে শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবার নয়্যারের কণ্ঠে এমন ফ্যাসিবাদী গানও ছড়িয়েছে বিতর্ক।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
ইউবি