খেলাধুলার এই আকালের ছায়া পড়েছে স্টেডিয়ামগুলোতেও। দেশের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেও এখন সুনসান নীরবতা।
ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল এলাকায় অবস্থিত দেশের প্রধান এই স্টেডিয়ামে সারা বছরই ফুটবলারদের পদচারণায় মুখরিত থাকে। প্রায় ৩৬ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে ক্লাব ফুটবল থেকে শুরু করে জাতীয় দলের খেলা অনুষ্ঠিত হয়।
করোনাকাল শুরুর আগেও এই স্টেডিয়ামে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছিল প্রিমিয়ার লিগের খেলা। কিন্তু এখন বিরাজ করছে শূন্যতা। দেখভালও করা হচ্ছে না নিয়মিত। তাই যত্নের অভাবে এখানে সগৌরবে বেড়ে উঠছে বিভিন্ন প্রজাতির ঘাস।
অথচ এই মাঠে ‘কোথাও ঘাস আছে, কোথাও নেই’ অভিযোগটা পুরনো। অনেক জায়গায় ঘাস উঠে যায় তো ঘাসের অভাবে পাস ঠিকমতো পায়েই আসে না। কিন্তু করোনার কারণে এখন সেই মাঠেই ঘাসের অভাব নেই। শুধু সেই খেলা আর খেলোয়াড়রাই নেই।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
এমএইচএম