ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আবারও রিয়ালে ফিরছেন ক্যাসিয়াস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
আবারও রিয়ালে ফিরছেন ক্যাসিয়াস জার্সি হাতে ক্যাসিয়াস

পাঁচ বছর পর আবারও পুরনো ঠিকানা রিয়াল মাদ্রিদে ফিরছেন ইকার ক্যাসিয়াস। ২০১৫ সালে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে পোর্তোতে যোগ দেন স্প্যানিশ গোলরক্ষক। পর্তুগিজ ক্লাবটির সঙ্গে চলতি বছর চুক্তি শেষ হয়েছে বিশ্বকাপজয়ী তারকার। এবার কিংবদন্তি গোলরক্ষক প্রস্তুতি নিচ্ছেন অবসরের ঘোষণা দিতে। 

পেশাদারি ক্যারিয়ারের ইতি টানার পর রিয়ালের প্রেসিডেন্টে ফ্লোরেন্তিনো পেরেজের উপদেষ্টা হিসেবে কাজ শুরু করবেন তিনি। আগামী সপ্তাহে নিজ দায়িত্ব বুঝে নিতে পারেন কিংবদন্তি গোলরক্ষক।

পেরেজ নিজেই চান, ক্যাসিয়াস তার সঙ্গে ঘনিষ্ট হয়ে কাজ করুক।  সাবেক তারকা জিনেদিন জিদান যেমন অবসর নেওয়ার পর একই উদ্দেশ্যে বার্নাব্যুতে ফিরেছিলেন, ক্যাসিয়াসকেও সেভাবে চায় রিয়াল।

২০১৯ সালের ০১ মে, পোর্তোর সঙ্গে অনুশীলনের সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ৩৯ বছর বয়সী গোলরক্ষক। এরপর থেকে আর মাঠে দেখা যায়নি ক্যাসিয়াসকে। অবশ্য চলতি মৌসুমে পোর্তোর প্রিমেইরা লিগ শিরোপা জয়ের ম্যাচে এসেছিলেন তিনি।  

ক্যাসিয়াস পোর্তোর জার্সিতে আনুষ্ঠানিকভাবে পেশাদারি ক্যারিয়ারের ইতি টানবেন ০১ আগস্ট। বেনফিকার বিপক্ষে তাকা দে পর্তুগালের ফাইনালের পর চিরদিনের জন্য গ্লাভসজোড়া তুলে রাখতে যাচ্ছেন তিনি।  

রিয়ালের যুব দল থেকে ১৯৯৯ সালে মূল দলে অভিষেক হয় ক্যাসিয়াসের। বার্নাব্যুতে দীর্ঘ ১৬ বছরে ক্যারিয়ারে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭২৫ ম্যাচ মাঠে নেমেছেন তিনি। যা রিয়ালের হয়ে দ্বিতীয় সর্বেোচ্চ মাঠে নামার রেকর্ড।  

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।