লিগ ওয়ান থামিয়ে দেওয়া হয়েছে আগেই। মৌসুমের অনেকটা সময় বাকি থাকতেই করোনা মহামারির কারণে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে পিএসজিকে।
চ্যাম্পিয়নস লিগের প্রস্তুতি নিতে ঘরের মাঠ পার্ক দ্যা প্রিন্সেসে এর আগে দুটি প্রীতি ম্যাচ খেলেছে পিএসজি। প্রথমে ফ্রান্সের লিগ টুর দল লে হাভরেকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন নেইমাররা। এরপর বেলজিয়ামের দ্বিতীয় বিভাগের দল ওয়াসলান্দ-বেভেরেনকে ডেকে এনে ৭-০ গোলের মালা পরিয়েছিল দলটি। সর্বশেষ সেল্টিককে হারিয়েছে ৪-০ গোলে।
ইউরোপের প্রথম ক্লাব হিসেবে মাঠে দর্শক ফিরিয়েছে পিএসজি। প্রতিটি প্রীতি ম্যাচে সৌভাগ্যবান ৫ হাজার দর্শক নেইমারদের খেলা গ্যালারিতে বসে উপভোগ করার সুযোগ পেয়েছেন। নিজেদের দর্শকদের অবশ্য উদযাপনের সব উপলক্ষই এনে দিয়েছেন নেইমাররা। সেরা একাদশ, সেরা তারকাদের গোল করা আর দলের বড় জয়, সবই ছিল।
খেলার শুরুতেই সমর্থকদের উল্লাসে ভাসিয়েছেন কিলিয়াম এমবাপ্পে। খেলার মাত্র ৫০ সেকেন্ডেই নেইমারের অসাধারণ এক পাস থেকে বুলেটগতির শটে বল জালে জড়িয়ে দেন এই ফরাসি ফরোয়ার্ড। ২৫তম মিনিটে ঝলক দেখান নেইমার। প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে বোকা বানানোর পর প্রতিপক্ষের গোলরক্ষকও নেইমারের শট বুঝতে না পেরে উল্টো দিকে ঝাঁপ দেন।
দ্বিতীয়ার্ধে সেল্টিককে নিয়ে ছেলেখেলা করে পিএসজি। বিরতির মাত্র ২ মিনিট পরেই ব্যবধান ৩-০ করেন আন্দের হেরেরা। ৬৭তম মিনিটে মার্কো ভেরাত্তির উড়িয়ে মারা বল বাঁ পায়ের দুর্দান্ত শটে পোস্টের ডান কোণায় জড়িয়ে দেন সারাবিয়া।
আগামী শুক্রবার ফরাসি কাপের ফাইনালে সেইন্ট-এতিয়েনের মুখোমুখি হবে পিএসজি। এরপর লিগ কাপের ফাইনালে লিঁও এবং আগস্টে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে মাঠে নামবেন নেইমাররা।
বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
এমএইচএম