ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ফুটবল

ভ্যালেন্সিয়া থেকে তোরেসকে কিনলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
ভ্যালেন্সিয়া থেকে তোরেসকে কিনলো ম্যানসিটি ফেরান তোরেস/ছবি: সংগৃহীত

স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া থেকে ৫ বছরের চুক্তিতে ফেরান তোরেসকে কিনেছে ম্যানচেস্টার সিটি।  

মঙ্গলবার (০৪ আগস্ট) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ২০ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গারকে কেনার ঘোষণা দিয়েছে প্রিমিয়ার লিগ জায়ান্টরা।

 

সিটিজেনরা আর্থিক লেনদেনের বিষয়টি স্পষ্ট না করলেও ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তোরেসকে কিনতে ২৩ মিলিয়ন ইউরো (২০.৭৩ পাউন্ড) খরচ হয়েছে। এছাড়া অন্যান্য খরচ ধরা হয়েছে ১২ মিলিয়ন ইউরো।

লা লিগার সর্বশেষ আসরের পয়েন্ট টেবিলে নবম স্থানে থাকা ভ্যালেন্সিয়ার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৬ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন তোরেস। তার ছয় গোলের দুটি চ্যাম্পিয়নস লিগে আর ৪টি লা লিগায়।

তোরেসকে সদ্যই ম্যানসিটি ছেড়ে বায়ার্ন মিউনিখে পাড়ি জমানো জার্মান উইঙ্গার লেরয় সানের বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। গত মাসে ৪৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’তে জার্মান চ্যাম্পিয়নদের সঙ্গে যোগ দেন সানে।  

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।