ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইতালিয়ান ক্লাব রোমা কিনে নিলেন মার্কিন ধনকুবের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০২০
ইতালিয়ান ক্লাব রোমা কিনে নিলেন মার্কিন ধনকুবের এএস রোমা

সিরি আ’র অন্যতম শীর্ষ ক্লাব এএস রোমা কিনে নেওয়ার বিষয়ে এক চুক্তিতে স্বাক্ষর করেছেন আমেরিকান বিলিয়নিয়ার ড্যান ফ্রাইডকিন।  

বৃহস্পতিবার (০৬ আগস্ট) ইতালিয়ান ক্লাবটির বরাতে খবরটি নিশ্চিত করেছে ‘স্কাই স্পোর্টস’।

 

রোমা জানায়, তাদের সঙ্গে বুধবার (০৫ আগস্ট) ৫৯১ মিলিয়ন ইউরোর (৫৩৩ মিলিয়ন ডলার) এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর ফ্রাইডকিন গ্রুপ।  

রোমা প্রেসিডেন্ট জেমস পাল্লোত্তা এক বিবৃতিতে বলেন, ‘আমরা আজ রাতে চুক্তিতে স্বাক্ষর করেছি। আগামী দিনগুলোতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমরা আনুষ্ঠানিকভাবে একত্রে কাজ করবো, যার ফলশ্রুতিতে ক্লাবটি মালিকানা বদল হয়ে যাবে। ’ 

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।