ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সাবেক ক্লাবের কোচ হয়ে ফিরলেন ফন পার্সি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, আগস্ট ৭, ২০২০
সাবেক ক্লাবের কোচ হয়ে ফিরলেন ফন পার্সি রবিন ফন পার্সি

ফেয়েনুর্দের হয়ে পেশাদারি ‍ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন রবিন ফন পার্সি। এবার শৈশবের সেই ডাচ ক্লাবটির কোচ হয়ে ফিরেছেন আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার।

 

২০১৮/১৯ মৌসুমে ফেয়েনুর্দের হয়ে বুটজোড়াকে অবসরে পাঠান ফন ফার্সি। এবার এই ডাচ ফরোয়ার্ড কাজ শুরু করবেন ক্লাবটির প্রধান কোচ ডিক অ্যাডভোকেটের অধীনে।

কোচিং ক্যারিয়ার শুরুর ব্যাপারে সাবেক ডাচ স্ট্রাইকার বলেন, ‘এটা কোনো আনুষ্ঠানিক পদ নয়। তাই এই পদকে কোনো শিরোনাম দেওয়া আমার জন্য কঠিন। ’  

নেদারল্যান্ডস জাতীয় দলের জার্সিতে ১০২ ম্যাচ খেলে ৩৫ গোল করেছেন ফন পার্সি। এছাড়া দুই স্পেলে ফেয়েনুর্দের হয়ে ইরেদিভিসিতে ৯৮ ম্যাচ খেলে করেছেন ৩৬ গোল।

গত বছর খেলোয়াড় হিসেবে অবসরের পর  ইংল্যান্ডের এক মিডিয়াতে কাজ করেছেন ফন পার্সি।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।