ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

লিভারপুলে আসছেন নতুন ডিফেন্ডার 

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
লিভারপুলে আসছেন নতুন ডিফেন্ডার  কস্তাস সিমিকাস

কোচ ইয়ুর্গেন ক্লপের হাত ধরে ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০১৯/২০ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে লিভারপুল। আগামী মৌসুমেও শিরোপা ধরে রাখার জন্য তারা এবার নজর দিচ্ছে শক্তিটা আরও বাড়ানোর দিকে।

 

তার জন্য অ্যানফিল্ডে নতুন ডিফেন্ডার আনতে যাচ্ছে অলরেডরা। গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস থেকে ১১.৭৫ পাউন্ডের বিনিময়ে লেফ্ট-ব্যাক কস্তাস সিমিকাসকে কিনতে রাজি হয়েছে লিভারপুল।  

২৪ বছর বয়সী গ্রিক ডিফেন্ডারের দ্রুত মেডিক্যাল পরীক্ষা হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম দ্য টাইমসের সাংবাদিক পল জয়েস। তিনি আরও জানান, সিমিকাসের সঙ্গে লিভারপুল ট্রান্সফার ফি’র বিষয়ে রাজি হলেও এখনও কিছু ব্যক্তিগত চুক্তি রয়ে গেছে।  

২০১৫ সাল থেকে অলিম্পিয়াকোসের হয়ে খেলছেন সিমিকাস। ২০১৮ সালে জাতীয় দলে অভিষেক হয় তার। গ্রিসের হয়ে এখন পযর্ন্ত ৩ ম্যাচ খেলেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।