ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অ্যাতলেটিকো মাদ্রিদে করোনার হানা, আক্রান্ত কস্তা-অ্যারিয়াস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২০
অ্যাতলেটিকো মাদ্রিদে করোনার হানা, আক্রান্ত কস্তা-অ্যারিয়াস ছবি: সংগৃহীত

অ্যাতলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার দিয়েগো কস্তা এবং ডিফেন্ডার সান্তিয়াগো অ্যারিয়াস করোনা আক্রান্ত হয়েছেন।  

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা।

দুজনকেই আপাতত কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ফলে শুক্রবার (০৪ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাওয়া দলীয় অনুশীলনে থাকা হচ্ছে তা তাদের।

প্রাক-মৌসুম প্রস্তুতির আগে অ্যাতলেটিকো মাদ্রিদ স্কোয়াডের সবাইকে করোনা পরীক্ষা করানো হয়েছে। কিন্তু কস্তা ও অ্যারিয়াস ছুটিতে থাকা অবস্থায় করোনা পজিটিভ হয়েছেন। যদিও তাদের শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি।

চলতি সেপ্টেম্বরের শেষদিকে গ্রেনাদার বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু হবে অ্যাতলেটিকোর। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে অংশ নেওয়ায় মৌসুম দেরিতে শেষ হয়েছে দলটির। তাই দিয়েগো সিমিওনের দলের প্রথম দুই লিগ ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।