ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

করোনা আক্রান্ত ম্যানসিটির মাহরেজ-লাপোর্তে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১১, সেপ্টেম্বর ৭, ২০২০
করোনা আক্রান্ত ম্যানসিটির মাহরেজ-লাপোর্তে লাপোর্তে ও মাহরেজ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ম্যানচেস্টার সিটি উইঙ্গার রিয়াদ মাহরেজ এবং ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তে। খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

বর্তমানে আইসোলেশনে আছেন তারা। করোনা আক্রান্ত হওয়ায় যুক্তরাজ্য সরকার এবং ইংলিশ প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে পারছেন না ২৯ বছর বয়সী আলেজেরিয়ান মাহরেজ এবং ২৪ বছর বয়সী ফরাসি তারকা লাপোর্তে।

ম্যানচেস্টার সিটি জানিয়েছে, এই দু’জন ছাড়া দলের আর কারও মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ নেই।

২০২০/২১ মৌসুমের প্রিমিয়ার লিগের সূচিতে পেপ গার্দিওলার দল প্রথম ম্যাচ খেলবে ২১ সেপ্টেম্বর, উলভারহ্যাম্পটনের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফুটবল এর সর্বশেষ