বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে হঠাৎই চমক দেখা গেল। সভাপতি নির্বাচনে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বেশ নিরুত্তাপ ছিল নির্বাচনের মাঠ।
তবে মনোনয়ন পত্র সংগ্রহের শেষদিনে সভাপতি পদে মনোনয়ন পত্র নিয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক।
সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে বাফুফে ভবনে এসে এক লাখ টাকা দিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেন শফিক। কিছুদিন আগে সভাপতি পদে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেন তরফদার রুহুল আমিন। ফলে চতুর্থবারের মতো বাফুফে সভাপতি নির্বাচিত হওয়ার পথে কাজী সালাউদ্দিনের সামনে কোনো বাধা ছিল না।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) মনোনয়ম পত্র জমা দেওয়ার শেষদিন।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২০
আরএআর/ইউবি