দাপুটে জয় দিয়ে ইতালিয়ান সিরি’আ লিগের নতুন মৌসুম শুরু হলো জুভেন্টাসের। আর কোচ হিসেবে ডাগআউটে দাঁড়ানো আন্দ্রে পিরলোর অভিষেকটাও রাঙিয়ে দিলেন লিওনার্দো বোনুচ্চি ও ক্রিস্টিয়ানো রোনালদোরা।
নিজেদের মাঠ তুরিনে গত আসরের চ্যাম্পিয়নরা ৩-০ গোলে হারিয়েছে সাম্পেদোরিয়াকে। দায়িত্ব নেওয়ার পর পিরলোর অধীনে এটিই ছিল লিগে জুভদের প্রথম ম্যাচ।
ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকা জুভেন্টাস এগিয়ে যায় ১৩তম মিনিটে। জুভদের জার্সিতে অভিষেক ম্যাচ খেলতে নেমেই গোল করেন সুইডিশ উইঙ্গার দেজান কুলুসেভস্কি।
বিরতির পর আরও ধারালো হয়ে ওঠা জুভদের ব্যবধান ৭৮তম মিনিটে দ্বিগুণ করেন বোনুচ্চি। অ্যারন রামসের পাস থেকে ৮৮তম মিনিটে সাম্পোদোরিয়ার জালে শেষ বলটি জড়িয়ে দেন রোনালদো। এর আগে অবশ্য ক্রসবারে লাগায় গোলবঞ্চিত হয়েছিলেন পর্তুগিজ উইঙ্গার।
প্রথম ম্যাচে ৩ পয়েন্ট আদায় করে তালিকার দ্বিতীয় স্থানে আছে জুভেন্টাস। শীর্ষে জেনোয়া।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
ইউবি