বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে নিজেদের নাম ও ব্যাজ পাল্টে ফেলেছে গেতাফে। স্প্যানিশ লা লিগার ক্লাবটির নতুন নাম ফেইথ ফুটবল ক্লাব।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, গত বুধবার নিজেদের নামের প্রথম ৪টি অক্ষর বাদ দিয়েছে গেতাফে। ফলে তাদের নতুন নাম হয়েছে 'ফে সিএফ' যা ইংরেজিতে অনুবাদ করলে দাঁড়ায় 'ফেইথ এফসি'।
ক্লাবের কিটে থাকা ব্যাজেও আসছে পরিবর্তন। অর্থাৎ ব্যাজেও থাকছে না প্রথম চার বর্ণ। এমনকি সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের অফিসিয়াল পেজের নামেও থাকছে না 'জিইটিএ'।
হঠাৎ করে নাম পরিবর্তনের কারণ হিসেবে গেতাফে জানিয়েছে, করোনা পরিস্থিতিতে সমর্থকদের উৎসাহ দিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ব্যাপারে ক্লাবের জেনারেল ম্যানেজার ক্লেমেন্ত ভিয়াবার্দে বলেন, 'বিশ্বাস হারানো যাবে না' কথাটা সবাইকে মনে করিয়ে দেওয়া।
তবে এই নাম পাল্টানোর বিষয়টি শুধুমাত্র এক ম্যাচের জন্য। অর্থাৎ, বার্সা ম্যাচেই নতুন নামে দেখা যাবে গেতাফেকে। এরপর আবারও পূর্বের নামে ফিরে যাবে ঐতিহ্যবাহী ক্লাবটি।
শনিবার রাত একটায় ঘরের মাঠে বার্সেলোনার মুখোমুখি হবে ক্লাব ফে। লা লিগার পয়েন্ট তালিকায় দুই দলেরই পয়েন্ট সমান ৭। তবে বার্সার চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে ফে।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
এমএইচএম